ব্রাজিলের সুপারস্টার নেইমার সব সময়ই ইনজুরির ছায়ায় থাকেন। তার ক্যারিয়ারের শুরু থেকেই ইনজুরির অভিজ্ঞতা ছিল উল্লেখযোগ্য, যা তাকে বারবার বাজে পরিস্থিতির মুখে ফেলেছে।
২০২৪ সালে ইনজুরির কারণে পুরো সময় বিশ্রামে কাটাতে হয়েছে এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। তবে মাঠের বাইরে থাকলেও, তার উপার্জন বন্ধ হয়নি। ২০২৪ সালে তিনি মাত্র দুই ম্যাচ খেলেছেন, মোট ৪২ মিনিট সময়। কিন্তু এই ৪২ মিনিটেই তার আয় চমকপ্রদ। ফরাসি মিডিয়া ফুট মেরকাটো জানিয়েছে, সৌদি ক্লাব আল হিলালের হয়ে তিনি বছরে ১০ কোটি ১০ লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬৯ কোটি টাকা, আয় করেছেন। এর মানে, প্রতি সেকেন্ডে তার আয় ৫০ লাখ ৩৭ হাজার টাকা।
নেইমার এএফসি চ্যাম্পিয়নস লিগের আল আইন ও এসতেগলাল এফসির বিরুদ্ধে দুই ম্যাচ খেলেছেন। ২০২৩ সালে রেকর্ড ৯০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে আল হিলালে যোগ দেওয়ার পর থেকে তার ক্যারিয়ার সেভাবে সুখকর হয়নি, কারণ ইনজুরির কারণে তাকে বেশিরভাগ সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। গুরুতর এসিএল ইনজুরির কারণে তিনি মাত্র পাঁচটি ম্যাচ খেলতে পারেন।
ফুট মেরকাটোর হিসাব অনুযায়ী, ২০২৪ সালে তিনি বলের সংস্পর্শে এসেছেন ৪৫ বার, যা প্রতি টাচে ১৪ কোটি ৮ লাখ টাকার আয় হয়। সৌদি ক্লাবে নেপনের ১৭ মাসের ক্যারিয়ারে তিনি মোট সাতটি ম্যাচ খেলেছেন। রিপোর্ট রয়েছে যে আল হিলাল নেইমারের চুক্তি নবায়নে আগ্রহী নয়।
নেইমারের ফিটনেস সমস্যা নতুন কোন বিষয় নয়। ২০১৪ সালে বার্সেলোনায় থাকা অবস্থায় গোঁড়ালির ইনজুরিতে তিনি প্রায় ২০০টি ম্যাচ খেলতে পারেননি। গত এক দশকে তিনি এক হাজারের বেশি দিন মাঠের বাইরে কাটিয়েছেন। বর্তমানে তিনিও হ্যামস্ট্রিং ইনজুরিতে ভুগছেন এবং তার কার্যকলাপ প্রায় বন্ধ রয়েছে।
নেইমারের ভবিষ্যৎ নিয়েও গুঞ্জন চলছে, যেখানে তার পুরোনো সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সাথে ইন্টার মায়ামিতে খেলার আলোচনা রয়েছে, কিন্তু দলের কোচ টাটা মার্টিনো সেই সম্ভাবনা নাকচ করেছেন। নেইমারের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও সংশয় রয়েছে।
One thought on “সেকেন্ডে নেইমার এর আয় ৫০ লাখেরও বেশি”
Comments are closed.